108 names of lord sri krishna

108 names of lord sri krishna

অষ্টোত্তরশতনাম অর্চন
শ্রীকৃষ্ণায় নমঃ
কমলনাথায় নমঃ
বাসুদেবায় নমঃ
সনাতনায় নমঃ
বসুদেবাত্মজায় নমঃ
পূণ্যায় নমঃ
লীলা মানুষবিগ্রহায় নমঃ
শ্রীবৎসকৌস্তুভধরায় নমঃ
যশোদাবৎসলায় নমঃ
হরয়ে নমঃ
চতুর্ভূজোচক্রসিগদাশঙ্খাম্বুজায়ুধায় নমঃ
দেবকীনন্দনায় নমঃ
শ্রীঈশায় নমঃ
নন্দগোপপ্রিয়াত্মজায় নমঃ
যমুনাবেগসংহারিনে নমঃ
বলভদ্রপ্রিয়ানুজায় নমঃ
পুতনাজীবিতহরায় নমঃ
শকটাসুরভঞ্জনায় নমঃ
নন্দব্রজানান্দিনে নমঃ
নবনীতবিলিপ্তাঙ্গায় নমঃ
নবনীতনটায় নমঃ
অনঘায় নমঃ
নবনীতনবহরায় নমঃ
সচ্চিদানন্দ বিগ্রহায় নমঃ
মুচকুন্দপ্রষোদকায় নমঃ
ষোড়শস্ত্রীসহস্রেশায় নমঃ
শুকবাগঅমৃতাব্ধিন্দবে নমঃ
গোবিন্দায় নমঃ
যোগিনামপতয়ে নমঃ
বৎসপালনসঞ্চারিনে নমঃ
অনন্তায় নমঃ
তৃণিকৃত তৃণাবর্তায় নমঃ
যমুলার্জন ভঞ্জনায় নমঃ
উত্তালতালভেতরে নমঃ
তমালশ্যামলকৃতয়ে নমঃ
গোপগোপীশ্বরায় নমঃ
যোগিনে নমঃ
কোটিসূর্যসমপ্রভায় নমঃ
ইলাপতয়ে নমঃ
পরস্মৈজ্যোতিষে নমঃ
যাদবেন্দ্রায় নমঃ
যদুদ্বহায় নমঃ
বনমালিনে নমঃ
পীতবাসসে নমঃ
পারিজাতপহারকায় নমঃ
গোবর্দ্ধনাচলোদ্ধার্তে নমঃ
গোপালায় নমঃ
সর্বপালকায় নমঃ
অজায় নমঃ
নিরঞ্জনায় নমঃ
কামজনকায় নমঃ
কঞ্জলোচনায় নমঃ
মধুঘ্নে নমঃ
মথুরানাথায় নমঃ
দ্বারকানায়কায় নমঃ
বলিনে নমঃ
বৃন্দাবনান্তসঞ্চারিনে নমঃ
তুলসীদামভূষণায় নমঃ
স্যমন্তকমনের্হরত্রে নমঃ
নর নারায়ণাত্মকৈয় নমঃ
কুব্জাকৃ্ষ্টাম্বরধরায় নমঃ
মায়ীনে নমঃ
পরমপুরুষায় নমঃ
মুষ্টিকাসুরচানুরমল্লযুদ্ধ বিশারদায় নমঃ
সংসারবৈরীনে নমঃ
কংসারয়ে নমঃ
নরকান্তকায় নমঃ
অনাদিব্রহ্মচারিনে নমঃ
কৃষ্ণাব্যাসনকর্ষায় নমঃ
শিশুপালশিরশ্ছেত্রে নমঃ
দুর্যোধনকুলান্তকায় নমঃ
বিদুরঅক্রুরবরদায় নমঃ
বিশ্বরূপপ্রদর্শকায় নমঃ
সত্যবাচে নমঃ
সত্যসঙ্কল্পায় নমঃ
সত্যভামারতয়ে নমঃ
জয়ীনে নমঃ
সুভদ্রাপূর্বজায় নমঃ
বিষ্ণবে নমঃ
ভীষ্মমুক্তিপ্রদায়কায় নমঃ
জগদগুরবে নমঃ
জগন্নাথায় নমঃ
বেনুনাদসরদায় নমঃ
বৃষভাসুরবিধ্বংসিনে নমঃ
বানাসুরকরান্তকায় নমঃ
যুধিষ্ঠিরপ্রতিষ্ঠাত্রে নমঃ
বর্হিবর্হাবতাংসকায় নমঃ
পার্থসারথয়ে নমঃ
অব্যাক্তায় নমঃ
গীতামৃতমহোদধ্যে নমঃ
কালীয়ফনিমাণিক্যরঞ্জিত
শ্রীপাদাম্বুজায় নমঃ
দামোদরায় নমঃ
যজ্ঞভোক্ত্রে নমঃ
দানবেন্দ্রবিনাশকায় নমঃ
নারায়ণায় নমঃ
পরব্রহ্মনে নমঃ
পন্নগাসনবাহনায় নমঃ
জলক্রীড়াসমাসক্তগোপীবস্ত্রাপহারকায় নমঃ
পূণ্যশ্লোকায় নমঃ
তীর্থকারায় নমঃ
বেদবেদ্যায় নমঃ
দয়ানিধয়ে নমঃ
সর্বভূতাত্মকায় নমঃ
সর্বগ্রাহরূপিণে নমঃ
পরাৎপরায় নমঃ
হরিভক্তিবিলাসে বলা হয়েছে  জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা বেশী হলে ভগবানের বিগ্রহ কে সন্ধ্যা বেলায় সলিল বিহার করাতে ও শিশির সিঞ্চন দ্বারা সেবা করতে। এই সময়  অষ্টোত্তর শতনাম দ্বারা  শ্রীরাধা কৃষ্ণ কে ১০৮ টি পদ্ম নিবেদন করবেন।