Harinamamrita vyakaran | Sandhi prakaran

Harinamamrita vyakaran | Sandhi prakaran

সর্বেশ্বর সন্ধিঃ
যদিদং সন্ধি নির্মাণং বর্ণানামারভে মুদা।
তেন মে কৃষ্ণ পাদাব্জে মনঃসন্ধির্বিধীয়তাম্।।
হে কৃষ্ণ অত্যন্ত আনন্দের সহিত বর্ন সমূহের সন্ধি করতে শুরু করেছি। যা আমার মনকে তোমার চরণে যুক্ত করুক।
৪১) সর্বপ্রকরণব্যাপী বর্ণমাত্রনিমিত্তকঃ।
বার্ণো বিকারঃ সন্ধিঃ স্যাদ্ বিষয়াপেক্ষকঃ ক্বচিৎ।।
সন্ধি সমস্ত প্রকরণ ব্যাপী, ইহা বর্ণের বিকার মাত্র। কেবল মাত্র বর্ণের দ্বারাই হয়। কখনো সন্ধি বিশেষ কোনো বিষয়ের ওপর নির্ভর করে
৪২) দশাবতার একাত্মকে মিলিত্বা ত্রিবিক্রমঃ।
যখন দশাবতারের পর তার একাত্মক থাকে তারা যুক্ত হয়ে ত্রিবিক্রম হয়।
অ+অ= আ    উ+উ= ঊ
অ+আ=আ    উ+ঊ= ঊ
আ+আ=আ   ঊ+ঊ= ঊ
ই + ই =ঈ       ঋ+ঋ= ঋৃ
ই ঈ=ঈ
ঈ+ঈ=ঈ
৪৩) অদ্বয়মিদ্বয়ে এ
অদ্বয়ের পর ই দ্বয় থাকলে এ হয়।
অ + ই = এ
আ + ই = এ
অ + ঈ = এ
আ + ঈ = এ
যাদব + ইন্দ্রঃ = যাদবেন্দ্রঃ।
৪৪) উদ্বয়ে ও।
অ দ্বয়ের পর উ দ্বয় থাকলে ও হয়।
অ + উ = ও
আ + উ = ও
অ + ঊ = ও
আ + ঊ = ও
পুরুষ + উত্তমঃ = পুরুষোত্তমঃ।
৪৫) ঋদ্বয়ে অর্।
অদ্বয়ের পর ঋ দ্বয় থাকলে অর্ হয়।
অ + ঋ = অর্
কৃষ্ণ + ঋদ্ধি = কৃষ্ণর্দ্ধি
৪৬) ঋদ্বয়াদ্বয়য়োর্ঋতি।
ঋ দ্বয় ও অ দ্বয় এর মধ্যে তখনই সন্ধি হয় যদি
ঋ-রাম পরে থাকে। যদি সন্ধি না হয় তারা বামন হয়ে যায়।
স্রষ্টৃ + ঋষভঃ = স্রষ্টৃঋষভঃ (স্রষ্টা মধ্যে শ্রেষ্ঠ।) সন্ধি হয়নি।
যাদব + ঋষভঃ = যাদবর্ষভঃ।
৪৭) লৃদ্বয়ে অল্।
অ + লৃ = অল
আ + লৃ = অল
যমুনা + লকারায়তে = যমুনালকারায়তে
৪৮) এদ্বয়ে ঐ।
অ + এ = ঐ
আ + এ = ঐ
কৃষ্ণ + একনাথ = কৃষ্ণৈকনাথ
৪৯) ওদ্বয়ে ঔ।
অ + ও = ঔ
আ + ও = ঔ
কৃষ্ণ + ওদনম = কৃষ্ণৌদনম
৫০) ইদ্বয়মেব যঃ সর্বেশ্বরে।
ইদ্বয়ের পর কোনো সর্বেশ্বর থাকলে ইদ্বয় য রামে পরিনত হয়।
ই/ ঈ + অ/ আ= য
ই + এ = য
ই + উ/ ঊ= য
হরি + অর্চনম্ = হর্যর্চনম্
দধি + উপেন্দ্রস্য = দধ্যুপেন্দ্রস্য
হরি + আসনম = হর্যাসনম
রুক্মিনী + এষা = রুক্মিন্যেষা
৫১) উদ্বয়ং বঃ।
উদ্বয় এর পর কোনো সর্বেশ্বর থাকলে উদ্বয় ব হয়ে যায়।
উ/ঊ + অ/ আ
উ/ ঊ +  ই/ ঈ
মধু + অরিঃ = মধ্বরিঃ
বিষ্ণু + আশ্রিত = বিষ্ণ্বাশ্রিতঃ।
৫২) ঋদ্বয়ং রঃ।
ঋদ্বয় এর পর কোনো সর্বেশ্বর থাকলে ঋদ্বয় র হয়ে যায়।
ঋ + এ/ ঐ = র
রামভ্রাতৃ + ঐশ্বর্য্যম = রামভ্রাত্রৈশ্বর্য্যম
৫৩)

৫৪) এ অয় ঐ আয়।
যখন একটি সর্বেশ্বর পরে থাকে এ অয় ও ঐ আয় হয়ে যায়।
এ + অ/ আ = অয়
এ + ই/ ঈ = অয়
কৃষ্ণে + উৎকর্ষ = কৃষ্ণয়ুৎকর্ষ