Sukhchar Sripat Of Sri Govinda dutta Thakur

Sukhchar Sripat Of Sri Govinda dutta Thakur

Sukhchar Sripat Of Sri Govinda dutta Thakur


সুখচর গোবিন্দ দত্তের শ্রীপাট
নবদ্বীপে মহাপ্রভু যে সংকীর্তন যুগধর্ম প্রচার করেছিলেন, তাতে প্রভুর প্রধান একজন কীর্তনীয়া ও অন্তরঙ্গ পার্ষদ হলেন গোবিন্দ দত্ত ঠাকুর। চৈতন্যচরিতামৃতে তাকে মহাপ্রভুর শাখা বলা হয়েছে। তার শ্রীপাট আছে খড়দহের দক্ষিন দিকে সুখচর নামক স্থানে‌।(শ্রীল প্রভুপাদের চৈতন্যচরিতামৃত তাৎপর্য্য ১/১০/৬৪)
এই গোবিন্দ দত্তর সেবিত নিতাই গৌর বিগ্রহ বর্তমানে সুখচরে মহেন্দ্রবাবুর জমিদার বাড়িতে সেবিত হচ্ছেন। গোবিন্দ দত্তের শ্রীপাট গঙ্গা গর্ভে অবলুপ্ত হয়ে গেছে। 
বিশাল জমিদার বাড়ির পাশেই গঙ্গা, নীহারিকা ঘাট।
জমিদার বাড়িতে ঢুকেই সামনে একটি ঘরে গৌর নিতাই বিগ্রহ, পাশে দুটি শিবলিঙ্গ আলাদা ঘরে সেবিত হচ্ছেন। 
গোবিন্দ দত্ত ছিলেন নবদ্বীপে মহাপ্রভুর কীর্তনের প্রধান সঙ্গী। মূল গায়ক হয়ে মহাপ্রভুর সঙ্গে কীর্ত্তন করতেন। 
প্রভুর কীর্তনীয়া আদি শ্রী গোবিন্দ দত্ত। চৈ.চ আদি/১০/৬৪
মূল হৈয়া যে কীর্তন করে প্রভু সনে। চৈ.ভা অন্ত্য/৯/ 

গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে তিনি ছিলেন বৈকুন্ঠ পার্ষদ পুন্ডরীকাক্ষ (১১৬) 
Temple Of Gaur Nitai in a room of Jaminder House of  Mahendra dutta 





Sri Gaura Nitai Worshipped by Govinda dutta 
  
Sri Nityananda Prabhu
  

Sri Gouranga Mahaprabhu

   
Shiva Linga 

কিভাবে যাবেন:- নিকটবর্তী রেল স্টেশন শিয়ালদহ মেন লাইনে সোদপুর। কোন্নগর ঘাট থেকে গঙ্গা পেরিয়েও এই শ্রীপাটে আসা যায়। 
Google map direction:- 

Google Maps Generator by embedgooglemap.net