ব্রজমন্ডল পরিচয়
সপ্তগিরি চারি ধাম দ্বাদশ যে বন
দ্বাদশ উপবন হয় পরম শোভন।।
ত্রিসপ্ত কদম্বখন্ডী সপ্তবট হয়
সপ্তনদী সপ্তসরোবর বিরাজয়।।
চৌরাশী টি কুন্ড হয় চৌরাশী টি কূপ
অসংখ্য লীলার স্থান লীলা অনুরূপ।। ভক্তিরত্নাকর
সপ্ত বট
১)ভান্ডীর বট
২)শৃঙ্গার বট
৩)বংশী বট
৪)অক্ষয় বট
৫)সংকেত বট
৬)নন্দ বট
৭) কিশোরীবট, যাবট
অদ্বৈত বট,
সপ্তসরোবর
১) নারায়ন সরোবর গোবর্ধন পৈঠা গ্রাম
২) নয়ন সরোবর
৩) চন্দ্র সরোবর
৪) কুসুম সরোবর গোবর্দ্ধন
৫) পাবন সরোবর নন্দগ্রাম
৬) প্রেম সরোবর
৭) মান সরোবর মাঁট গ্রাম
সপ্তগিরি
১)গোবর্ধন
২)চরন পাহাড়ী কাম্যবন
৩)নন্দীশ্বর
৪)বর্ষানা
৫)পিছল পাহাড়ী ইন্দ্রসেন পর্বত
৬)বদ্রীনাথ ও কেদারনাথ
৭) সখীগিরি পর্বত উঁচাগাও
চারিধাম
ব্রজবদ্রীনাথ কাম্যবন
সেতুবন্ধ সরোবর কাম্যবন
দাউজী মহাবন অভিন্ন জগন্নাথ পুরী
শেষশায়ী কোশীকলান অভিন্ন দ্বারকা পুরী
চুরাশি ক্রোশ ব্রজ মন্ডলের ৪৮ ক্রোশ পরিমান স্থিত বন উপবন প্রতিবন অধিবন সমূহ ও তাদের অধিদেবতা সমূহের বর্নন।।
পদ্ম পুরানে
বনসমূহের নাম বনের অধিদেব। বর্তমান নাম
১) মহাবন। হলায়ুধ গোকুল মহাবন
২) কাম্যবন। গোপীনাথ। কাঁমা টাউন
৩) কোকিলাবন। নটবর। কোকিলাবন
৪) তালবন। দামোদর। তাড়সিগ্রাম
৫) কুমুদবন। কেশব। কুদারবন
৬) ভান্ডীরবন। শ্রীধর। ছন্নহারী গ্রাম
৭) ছত্রবন। শ্রীহরি। ছাতা
৮) খদিরবন। নারায়ন। উমরাও
৯) লোহাবন। হৃষীকেশ। লোহবন
১০) ভদ্রবন। হয়গ্রীব
১১) বহুলাবন। পদ্মনাভ। বাটি গ্রাম
১২) বিল্ববন। জনার্দন। বেলবন
এর মধ্যে ৫টি যমুনার পূর্ব তীরে ভদ্রবন ভান্ডীরবন বেলবন লোহাবন মহাবন। ৭টি যমুনার পশ্চিমে তালবন কুমুদবন বহুলাবন ছত্রবন খদিরবন কোকিলাবন কাম্যবন। বনযাত্রা চলাকালীন দুটি বনে যাত্রীরা বিশ্রাম করে পশ্চিম তীরে মধুবন, পূর্ব তীরে মাঁটবন।
মধুবন। মাধব। মাহোলীগ্রাম
মাঁটবন। বাসুদেব মাঠগ্রাম
বৃন্দাবন যমুনার পশ্চিম তীরে সেবাকুন্জ বা নিকুন্জবন থেকে নন্দগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। বৃন্দাবনের বিস্তার ছিল পাঁচ যোজন = ৪০ মাইল। ভাগবত পুরানে বলাহয়েছে মহাবন ও নন্দীশ্বরের মধ্যবর্তী স্থানের নাম বৃন্দাবন। বর্ষানা, গোবর্ধন, রাধাকুন্ড খেলনবন রাম ঘাট চীর ঘাট নন্দঘাট বৎস বন এই গ্রাম গুলি বৃন্দাবনের অধিবন। ব্রজের মধ্যবর্তী এই স্থানে কৃষ্ণ তার বেশীরভাগ লীলা করেছিলেন। তাই এই স্থান নন্দব্রজ নামে পরিচিত। প্রতিটি বন অনেকগুলি উপবন নিয়ে তৈরী, কয়েকটি উপবন অনেক বড় সেগুলিকে অধিবন বলে।
বরাহপুরানে বর্নিত উপবন সমূহ
১) ব্রহ্মবন। গোপীজনবল্লভ
২)অপ্সরাবন। বামন
৩)বিহ্বল। বিহ্বল
৪)কদম্ববন। গোপাল
৫)স্বর্নবন। (সুনহেরা) বিহারী
৬)সুরভীবন। (গোবর্ধন, আনিয়োর) গোবিন্দ
৭)প্রেমবন। (প্রেমসরোবর) ললিতামোহন
৮)ময়ূরবন। কিরীটি
৯)মানেনগীতবন (মানসরোবর) বনমালী
১০)শেষশায়ীবন (কোশীকলান) অচ্যুতপ্রৌঢ়নাথ
১১) নারদবন(নারদকুন্ড) মদনগোপাল
১২) পরমানন্দ বন। আদিবদ্রীনাথ
বিষ্ণু পুরানে বর্নিত অধিবন সমূহ
১) মথুরা। পরব্রহ্ম
২)রাধাকুন্ড। রাধাবল্লভ
৩)নন্দগ্রাম। যশোদানন্দন
৪)ব্রজবদ্রীনাথ। নওলকিশোর
৫)ললিতাগ্রাম। ব্রজকিশোর
৬)বৃষভানুপুর(বর্ষানা) রাধাকৃষ্ণ
৭)গোকুল। গোকুলচন্দ্রমা
৮) বলদেব। কামধেনু
৯)গোবর্ধন। গোবর্ধননাথ(শ্রীনাথজী)
১০)যাবট। ব্রজবর
১১)বৃন্দাবন। বৈকুন্ঠ
১২)সাঁকেতবন। রাধারমন
ব্রজমন্ডল ভগবানের স্বরূপ
ভান্ডীর ও কোকিলাবন দুই চরন
মধুবন নাভি
কুমুদ ও তালবন দুই বক্ষ
মথুরা হৃদয়
বহুলাবন মহাবন দুই বাহু
খদির ও ভদ্রবন দুই স্কন্দ
বৃন্দাবন ললাট
সপ্তগিরি চারি ধাম দ্বাদশ যে বন
দ্বাদশ উপবন হয় পরম শোভন।।
ত্রিসপ্ত কদম্বখন্ডী সপ্তবট হয়
সপ্তনদী সপ্তসরোবর বিরাজয়।।
চৌরাশী টি কুন্ড হয় চৌরাশী টি কূপ
অসংখ্য লীলার স্থান লীলা অনুরূপ।। ভক্তিরত্নাকর
সপ্ত বট
১)ভান্ডীর বট
২)শৃঙ্গার বট
৩)বংশী বট
৪)অক্ষয় বট
৫)সংকেত বট
৬)নন্দ বট
৭) কিশোরীবট, যাবট
অদ্বৈত বট,
সপ্তসরোবর
১) নারায়ন সরোবর গোবর্ধন পৈঠা গ্রাম
২) নয়ন সরোবর
৩) চন্দ্র সরোবর
৪) কুসুম সরোবর গোবর্দ্ধন
৫) পাবন সরোবর নন্দগ্রাম
৬) প্রেম সরোবর
৭) মান সরোবর মাঁট গ্রাম
সপ্তগিরি
১)গোবর্ধন
২)চরন পাহাড়ী কাম্যবন
৩)নন্দীশ্বর
৪)বর্ষানা
৫)পিছল পাহাড়ী ইন্দ্রসেন পর্বত
৬)বদ্রীনাথ ও কেদারনাথ
৭) সখীগিরি পর্বত উঁচাগাও
চারিধাম
ব্রজবদ্রীনাথ কাম্যবন
সেতুবন্ধ সরোবর কাম্যবন
দাউজী মহাবন অভিন্ন জগন্নাথ পুরী
শেষশায়ী কোশীকলান অভিন্ন দ্বারকা পুরী
চুরাশি ক্রোশ ব্রজ মন্ডলের ৪৮ ক্রোশ পরিমান স্থিত বন উপবন প্রতিবন অধিবন সমূহ ও তাদের অধিদেবতা সমূহের বর্নন।।
পদ্ম পুরানে
বনসমূহের নাম বনের অধিদেব। বর্তমান নাম
১) মহাবন। হলায়ুধ গোকুল মহাবন
২) কাম্যবন। গোপীনাথ। কাঁমা টাউন
৩) কোকিলাবন। নটবর। কোকিলাবন
৪) তালবন। দামোদর। তাড়সিগ্রাম
৫) কুমুদবন। কেশব। কুদারবন
৬) ভান্ডীরবন। শ্রীধর। ছন্নহারী গ্রাম
৭) ছত্রবন। শ্রীহরি। ছাতা
৮) খদিরবন। নারায়ন। উমরাও
৯) লোহাবন। হৃষীকেশ। লোহবন
১০) ভদ্রবন। হয়গ্রীব
১১) বহুলাবন। পদ্মনাভ। বাটি গ্রাম
১২) বিল্ববন। জনার্দন। বেলবন
এর মধ্যে ৫টি যমুনার পূর্ব তীরে ভদ্রবন ভান্ডীরবন বেলবন লোহাবন মহাবন। ৭টি যমুনার পশ্চিমে তালবন কুমুদবন বহুলাবন ছত্রবন খদিরবন কোকিলাবন কাম্যবন। বনযাত্রা চলাকালীন দুটি বনে যাত্রীরা বিশ্রাম করে পশ্চিম তীরে মধুবন, পূর্ব তীরে মাঁটবন।
মধুবন। মাধব। মাহোলীগ্রাম
মাঁটবন। বাসুদেব মাঠগ্রাম
বৃন্দাবন যমুনার পশ্চিম তীরে সেবাকুন্জ বা নিকুন্জবন থেকে নন্দগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। বৃন্দাবনের বিস্তার ছিল পাঁচ যোজন = ৪০ মাইল। ভাগবত পুরানে বলাহয়েছে মহাবন ও নন্দীশ্বরের মধ্যবর্তী স্থানের নাম বৃন্দাবন। বর্ষানা, গোবর্ধন, রাধাকুন্ড খেলনবন রাম ঘাট চীর ঘাট নন্দঘাট বৎস বন এই গ্রাম গুলি বৃন্দাবনের অধিবন। ব্রজের মধ্যবর্তী এই স্থানে কৃষ্ণ তার বেশীরভাগ লীলা করেছিলেন। তাই এই স্থান নন্দব্রজ নামে পরিচিত। প্রতিটি বন অনেকগুলি উপবন নিয়ে তৈরী, কয়েকটি উপবন অনেক বড় সেগুলিকে অধিবন বলে।
বরাহপুরানে বর্নিত উপবন সমূহ
১) ব্রহ্মবন। গোপীজনবল্লভ
২)অপ্সরাবন। বামন
৩)বিহ্বল। বিহ্বল
৪)কদম্ববন। গোপাল
৫)স্বর্নবন। (সুনহেরা) বিহারী
৬)সুরভীবন। (গোবর্ধন, আনিয়োর) গোবিন্দ
৭)প্রেমবন। (প্রেমসরোবর) ললিতামোহন
৮)ময়ূরবন। কিরীটি
৯)মানেনগীতবন (মানসরোবর) বনমালী
১০)শেষশায়ীবন (কোশীকলান) অচ্যুতপ্রৌঢ়নাথ
১১) নারদবন(নারদকুন্ড) মদনগোপাল
১২) পরমানন্দ বন। আদিবদ্রীনাথ
বিষ্ণু পুরানে বর্নিত অধিবন সমূহ
১) মথুরা। পরব্রহ্ম
২)রাধাকুন্ড। রাধাবল্লভ
৩)নন্দগ্রাম। যশোদানন্দন
৪)ব্রজবদ্রীনাথ। নওলকিশোর
৫)ললিতাগ্রাম। ব্রজকিশোর
৬)বৃষভানুপুর(বর্ষানা) রাধাকৃষ্ণ
৭)গোকুল। গোকুলচন্দ্রমা
৮) বলদেব। কামধেনু
৯)গোবর্ধন। গোবর্ধননাথ(শ্রীনাথজী)
১০)যাবট। ব্রজবর
১১)বৃন্দাবন। বৈকুন্ঠ
১২)সাঁকেতবন। রাধারমন
ব্রজমন্ডল ভগবানের স্বরূপ
ভান্ডীর ও কোকিলাবন দুই চরন
মধুবন নাভি
কুমুদ ও তালবন দুই বক্ষ
মথুরা হৃদয়
বহুলাবন মহাবন দুই বাহু
খদির ও ভদ্রবন দুই স্কন্দ
বৃন্দাবন ললাট