SU_BEN_1.14

SU_BEN_1.14

<<<Previous verse             Next verse>>>

মন্ত্র ১৪
আত্মানমরণিং কৃত্বা প্রণবং চোত্তরারণিম্।
ধ্যাননির্মথনাভ্যাসাদ্দেবং পশ্যেন্নিগূঢ়বৎ।। 
অনুবাদ:- জীবাত্মাকে নিম্নকাষ্ঠ রূপে এবং প্রণবকে উত্তর অরণি রূপে কল্পনা করে এই প্রণবের ধ্যানরূপ প্রকৃষ্ট মথনের অভ্যাস দ্বারা এই জীবাত্মার মধ্যে নিগূঢ়ভাবে স্থিত পরমাত্মা প্রকাশিত হন। 
রঙ্গরামানুজ ভাষ্য:- স্বাত্মনি প্রণবেন ধ্যায়মানে তদন্তর্গত আত্মা নিগূঢ়বৎস্থিতঃ প্রকাশত ইত্যর্থঃ।।
রঙ্গরামানুজ ভাষ্যের অনুবাদ:- নিজ আত্মার মধ্যে প্রণবের ধ্যান অভ্যাস করতে থাকলে নিগূঢ় অবস্থায় স্থিত পরমাত্মা প্রকাশিত হন। 
রঙ্গরামানুজ ভাষ্য:- তদেব প্রপঞ্চয়তি।
রঙ্গরামানুজ ভাষ্যের অনুবাদ:- উপরের মন্ত্রের বক্তব্য বিষয় কে ব্যাখ্যা করতে বলা হচ্ছে—