<<<Previous verse Next verse>>>
মন্ত্র ১৫
মন্ত্র ১৫
তিলেষু তৈলং দধিনীব সর্পি
রাপঃ স্রোতঃস্বরণীষু চাগ্নিঃ।
এবমাত্মাত্মনি গৃহ্যতেঽসৌ
সত্যেনৈনং তপসা যৈঽনুপশ্যতি।।
অনুবাদ:- তিলে বিদ্যমান তেল, দধিতে বিদ্যমান ঘৃত, মাটির গভীরে থাকা জল স্রোত, অরণিতে বিদ্যমান অগ্নি র যেমন প্রত্যক্ষ উপলব্ধি হয়না কিন্তু প্রচেষ্টার দ্বারা সেসব উপলব্ধি করা যায়। তেমন সত্য ও তপস্যার দ্বারাই আত্মা র অন্তরে অবস্থিত পরমাত্মার সাক্ষাৎকার সম্ভব।
রঙ্গরামানুজ ভাষ্য:- যথা তিলাদিস্থিততৈলাদিকং যন্ত্রপীড়নাদি উপায়েন গৃহ্যতে এবং সত্যতপোলক্ষণোপায়েন পরমখত্মা গৃহ্যত ইত্যর্থঃ।।
রঙ্গরামানুজ ভাষ্যের অনুবাদ:- তিল কে নিষ্পীড়নের দ্বারা যেমন তিলের মধ্যস্থ তেল এর দর্শন পাওয়া যায়। মন্থনের দ্বারা যেমন দধি র মধ্যে থাকা ঘৃতের দর্শন পাওয়া যায়। খননের দ্বারা যেমন মাটির মধ্যে থাকা জলস্রোতের দেখা পাওয়া যায়। ঘর্ষণের দ্বারা যেমন কাঠের মধ্যে থাকা অগ্নির দেখা পাওয়া যায়। তেমন সত্যনিষ্ঠা ও তপস্যার দ্বারা যিনি ধ্যান করেন তিনি আত্মার মধ্যে পরমাত্মার প্রত্যক্ষ দর্শন লাভ করেন।