SU_BEN_1.16

SU_BEN_1.16

<<<Previous verse             Next verse>>>

মন্ত্র ১৬
সর্বব্যাপিনমাত্মানং ক্ষীরে সর্পিরিবার্পিতম্
আত্মবিদ্যা তপোমূলং তদব্রহ্মোপনিষৎপরম।
তদব্রহ্মোপনিষৎপরমিতি।।
অনুবাদ:- দুধের মধ্যে থাকা ঘৃতের মত সর্বব্যাপক পরমাত্মার সাক্ষাৎকার সম্ভব তপস্যার দ্বারা। এই পরমাত্মাই উপনিষদ সমূহের পরম প্রতিপাদ্য বিষয়। 
রঙ্গরামানুজ ভাষ্য:- ক্ষীরার্পিতসর্পিঃ সমতয়া সর্বব্যাপ্ত আত্মা পরব্রহ্ম প্রত্যগাত্মনি বিদ্যয়া তপসা বিজ্ঞেয়ং, উপনিষদাং পরমপ্রতিপাদ্যং তত্ত্বং ব্রহ্মবিদ্যাদিত্যর্থঃ। দ্বির্বচনমাদরার্থমধ্যায়সমাপ্তিদ্যোতনার্তং চ।। ১৬
রঙ্গরামানুজ ভাষ্যের অনুবাদ:- দুধের মধ্যে সুক্ষ্মরূপে যেমন ঘৃত ব্যাপ্ত হয়ে থাকে, তেমন সর্ব বস্তুতে ব্যাপ্ত সেই পরমাত্মা কে আত্মবিদ্যা ও তপস্যার দ্বারা জানা যায়। উপনিষদ সমূহের পরম প্রতিপাদ্য তত্ত্ব ব্রহ্ম কে জানা। ব্রহ্ম ই উপনিষদ সমূহের পরম প্রতিপাদ্য বিষয়। এই বাক্যটি দুইবার বলার কারন অধ্যায় সমাপ্তি বোঝানো ও আদর প্রদর্শনের জন্য।
।। প্রথম অধ্যায় সমাপ্ত ।।