শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখপদ্ম বিনির্গত স্তোত্রাবলী
শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রকট লীলার শেষ বারো বছর রাধাভাবে বিপ্রলম্ভ ভাব আস্বাদন করেছিলেন। এই সময় তিনি বিরহ প্রলাপ রূপে যেসব শ্লোক আস্বাদন করতেন তা পার্ষদ ও ভক্তমন্ডলী লিখে রেখেছিলেন। এরকম ই কয়েকটি স্তোত্র হল শ্রীপ্রেমামৃত রসায়ণ, শ্রীরাধারসমঞ্জরী, শ্রীযুগলপরিহার স্তোত্র,
হরিদাস দাস বাবাজী ও কুসুম সরোবরের শ্রীকৃষ্ণদাসবাবা এই স্তোত্র গুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর রচিত বলে উল্লেখ করেছেন।
শ্রী রাধারসমঞ্জরী স্তোত্র
কুচকলসভরার্তা কেশরীক্ষীণমধ্যা
বিপুলতরনিতম্বা পক্ববিম্বাধরোষ্ঠী।
প্রণয়বয়স্যা স্কন্ধ বিন্যস্তহস্তা
নিধুবনরসপুঞ্জং যাতি রাধা নিকুঞ্জম্।। ১
অনুবাদ:-
রমণীরমণখেলারম্ভ সম্ভাবনীয়া
রতিরভসভগভীরাঽভীরনারীষু ধীরা।
নিকটবিনয়বদ্ধোদ্ধূতকান্তপ্রসাদা
নরপতিবরপুত্রী যাতি রাধা নিকুঞ্জম্।। ২
শ্যামপ্রেমবিনোদিনী মধুরিমাধারাধরে স্মেরিণী
গৌরী প্রেমবতী শুভা চ সুভগা প্রেমাব্ধি সম্বর্দ্ধিনী।
গণ্ডে মণ্ডিতকুণ্ডলা কটিতটে ধত্তে মুদা কিঙ্কিণীং
লীলা কাঞ্চনদেহিনী বিজয়তে বৃন্দাবনস্থায়িনী।। ৩
শুদ্ধস্বর্ণবিড়ম্বিনী পরিলসল্লাবণ্যসম্মোহিনী
নানারত্নবিলাসিনী মধুরিমাধারাধরে বংশিনী।
কৃষ্ণপ্রেমতরঙ্গিণী নিরবধি প্রেমামৃতালাপিনী
শ্যামপ্রেমবিনোদিনী বিজয়তে রাধা সুধাদেহিনী।। ৪
রাধেয়ং নবযৌবনাঢ্যবয়সোল্লাসেন সানন্দিতা
সুস্মেরাধরবিম্বচন্দ্রবদনা হেমাদ্রিকান্ত্যুজ্জ্বলা।
নিত্যং কল্পতরোস্তলে নিবসিতা বেশেন ভূষাময়ী
নানাশক্তিসমন্বিতা বিতনুতে প্রেমপ্রবৃত্তিং সদা।। ৫
নানাগীতবিলাসনৃত্যরভসৈরাপূরিতং দিঙমুখং
গৌরী চন্দ্রমুখী সরোজনয়নী কন্দর্পসম্মোহিনী।
রম্ভাচারুনিতম্বিনী রসবতী প্রেমামৃতোদগারিণী
রাধা কাঞ্চনদেহিনী বিজয়তে বৃন্দাবন স্থায়িনী।। ৬
বক্ত্রে চন্দ্রবিলাসিনী নয়নয়োঃ প্রেম্ণা কৃপাপাঙ্গিণীং
বিম্বোষ্ঠাধরদন্তপঙ্ক্তিবিলসন্মুক্তাবলী চন্দ্রিকা।
দোর্দণ্ডাঙ্ঘ্রিসমুল্লসৎপুলকিনী সন্যাসবিন্যাসিনী
রাধা কাঞ্চনদেহিনী বিজয়তে কারূণ্যকল্লোলিনী।। ৭