ব্রহ্ম মধ্ব গৌড়ীয় গুরু পরম্পরা
জয়তীর্থ
ইনি শ্রীমধ্বসম্প্রদায়ের একজন সন্ন্যাসী আচাৰ্য । ইহার পূর্বাশ্রমের নাম ধােন্ডরঘুনাথ পন্থ , পিতার নাম রঘুনাথরাও ; মাতার নাম রুক্মা বাই । পান্ধারপুরের নিকট মঙ্গলাবেড় নামক স্থানে ১১৪৮ শকাব্দায় জন্মগ্রহণ করেন । তিনি রঘুনাথ ভীমাবাইর পাণিগ্রহণ করিয়া ছিলেন । পত্নীর সহিত কলহ করিয়া স্বদেশ পরিত্যাগপূৰ্ব্বক শ্রীরঙ্গপত্তন নামক স্থানে গমনপূৰ্ব্বক সেখানে অশ্বারােহী সৈন্যদলে যোগদান করেন । একদিন অশ্বারােহণে নদী পার হইতে গিয়া শ্রীমন্মধ্বাচার্য্যের শিষ্য অক্ষোভ্যের সহিত সাক্ষাৎ লাভ করিয়া অপূর্ব জ্ঞান লাভ করেন এবং নিজ বৃত্তি ত্যাগপূৰ্ব্বক তাহার নিকট ১১৬৭ শকাব্দে অগ্রহায়ণ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সন্ন্যাস গ্রহণ করেন। দ্বিচত্বারিংশৎ বর্ষ বয়ক্রম কালে হাইদ্রাবাদের ওয়াডি নামক স্থানের নিকটবর্তী মালখেড়গেট ষ্টেশনে ১১৯০ শকাব্দার আষাঢ় কৃষ্ণাপঞ্চমীদিনে সমাধি লাভ করেন । মধ্বসম্প্রদায়ে প্রবেশ লাভ করিয়া জয়তীৰ্থমুনি ২২ বৎসর ৭ মাসের মধ্যে অনেক গুলি গ্রন্থ রচনা করিয়া ছিলেন । গৌড়ীয় বৈষ্ণবগণের গুরু পরম্পরার মধ্যে তাহার নাম দৃষ্ট হয় । জয়তীর্থ রচিত মূল গ্রন্থের মধ্যে
১। প্রমাণ পদ্ধতি
২। বাদাবলী
৩। শতাপৰাধ স্তোত্র ও
৪ । ও পদ্মমালা
ব্যতীত নিম্নলিখিত টীকা গ্রন্থ গুলিও তার রচিত বলে প্রসিদ্ধি আছে ।
১। মাধ্ব ভাষ্য পূর্ণপ্রজ্ঞ দর্শনের তত্ত্ব প্রকাশিকা টীকা ।
২। সুধা , মাধ্বভাষ্যের অনুব্যাখ্যান
৩। ন্যায় বিবরণ টীকা
৪। প্রমেয় দীপিকা টীকা
৫। ন্যায়দীপিকা টীকা
৬ । তত্ত্বসংখ্যায়ন টীকা
তত্ত্ব বিবেক টাকা
৮। উপাধিখন্ডন টীকা
৯। মায়াবাদ খণ্ডন টীকা
১০। মিথ্যাত্বানুমানখণ্ডনটীকা
১১। তত্ত্বনির্ণয় টীকা
১২। ন্যায়কল্পতরু প্রমাণ লক্ষণ টীকা
১৩। কথা লক্ষণ টীকা
১৪ তত্ত্বদ্যোত টীকা
১৫। কৰ্ম্মনির্ণয় টীকা
১৬। ষট্প্রশ্নভাষ্য টীকা
১৭ । ঈশাবাস্যভাষ্য টীকা
১৮। ঋগভাষ্য টীকা ।
পূৰ্ব্ব গুরুপরম্পরা : —১ । শ্ৰীমন্মধ্বচাৰ্য
২। পদ্মনাভ ১১২০ শকাব্দ
৩। নরহরি তীর্থ ১১২৭ শকাব্দ
৪। মাধবতীর্থ ১১৩৬ শকাব্দ
৫। অক্ষোভ্যতীর্থ ১১৫০ শকাব্দ
৬। জয়তীর্থ ১১৬৭ শকাব্দ
শিষ্য পরম্পরা - (উড়ুপি মঠের তীর্থোপাধিক উত্তরাদি মঠের তত্ত্ববাদী শাখা)
১। বিদ্যাধিরাজ ১১৯০ ,
২। কবীন্দ্রতীর্থ ১২৫৪
৩। বাগীশ্বতীর্থ ১২৬১
৪। রামচন্দ্র ১২৬৯ ,
৫। বিদ্যানিধি ১২৯৮ ,
৬। রঘুনাথ ১৩৬৬
৭। রঘুবর্য্য ১৪২৪.
৮। রঘুত্তম ১৪৭১
৯। বেদব্যাস ১৫১৭ ,
১০। বিদ্যাধীশ ১৫৪১
১১। বেদনিধি ১৫৫৩
১২। সত্যব্রত ১৫৫৭
১৩। সত্যনিধি ১৫৬০
১৪। সত্যনাথ ১৫৮২
১৫। সত্যাভিনব ১৫৯৫
১৬। সত্যপূর্ণ ১৬২৮
১৭। সত্যবিজয় ১৬৪৮
১৮। সত্যপ্রিয় ১৬৫৯
১৯। সত্যবোধ ১৬৬৬ ,
২৭। সত্যসন্ধ ১৭০৫
২১। সত্যবর । ১৭১৬
২২। সত্যধৰ্ম্ম ১৭১৯
২৩। সত্যসঙ্কল্প ১৭৫২
২৪। সত্যসঞ্জুষ্ট ১৭৬৩
২৫। সত্যপরায়ণ ১৭৬৩
২৬। সত্যকাম ১৭৮৫
২৭। সত্যেষ্ট ১৭৯৩
২৮। সত্যপরাক্রম ১৭৯৪
২৯। সত্যবীর ১৮০১
৩০। সত্যধীর ১৮০৮
(গৌড়ীয় বৈষ্ণব শাখা )
১। জ্ঞানসিন্ধু
২। দয়ানিধি
৩। বিদ্যানিধি
৪। রাজেন্দ্র
৫। জয়ধর্ম
৬। পুরুষােত্তম ও বিষ্ণুপুরী
৭। ব্রহ্মণ্য
৮। ব্যাসৰ্তীৰ্থ
৯। লক্ষ্মীপতি
১০। মাধবেন্দ্রপুরী
১১ । ঈশ্বরপুরী
১২। শ্রীকৃষ্ণচৈতন্য ১৪২৬ শকাব্দ
জয়তীৰ্থ বিজয় নামক গ্রন্থে জয়তীর্থের জীবন চরিত্র লিখিত আছে । পদ্মনাভাচাৰ্য্য তাহার রচিত গ্রন্থে এই গ্রন্থের উল্লেখ করিয়া বলেন যে বিদ্যারণ্য ভারতী , বেদান্তদেশিক এবং জয়তীৰ্থ এক সময়ের লােক ।
(শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখিত)