Anangamanjari samputika

Anangamanjari samputika

Anangamanjari samputika

 শ্রীশ্রীরাধাকৃষ্ণাভ্যাং নমঃ

প্রথম লহরী।

আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ
সংকীৰ্ত্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ। 
বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ ।
বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ ॥১ 

শ্রীকৃষ্ণচৈতন্য জয়,             জয় দীন দয়াময়
     ত্রিভুবনে দিলা হরিনাম। 
স্বরূপ শ্রীনিত্যানন্দ,          পরম আনন্দকন্দ,
      দুই প্রভুর চরণে প্রণাম ॥২ 
শ্রীচৈতন্য শচীসুত,          পূর্বে যশােদার পুত,
  রােহিণী-নন্দন বলরাম।
দুই প্রভু অবতরি,            পারিষদ সঙ্গে করি,
     সর্ব জীবে কৈলা প্রেমদান ॥৩
শ্রীঅদ্বৈত সীতানাথ,            সর্ব পরিকর সাথ,
শ্রীচৈতন্যের প্রেমের ভাণ্ডারী। 
(শ্রী)অচ্যুত-আনন্দ-পিতা,      প্রেমভক্তি-ফলদাতা,
 তাহার চরণে নমস্করি।৪। 
সর্ব-অবতারী ধন্য,             শ্রীনিত্যানন্দ-চৈতন্য,
অগম্য মহিমা কেবা জানে। 
ব্ৰহ্মা-আদি শুকোদ্ধব,            নারদাদি মুনি সব,
যােগে যাঁরে দেখএ ধেয়ানে॥৫ 
হেন প্রভু শ্রীগৌরাঙ্গ,             নিত্যানন্দ করি সঙ্গ,
আইলেন অদ্বৈত আরাধনে।  
বন্দিব শ্রীগদাধর,            গৌরাঙ্গের প্রিয়তর,
রাধা-শক্তি বলিয়া খেয়াতি। 
এক বপু দুইভাগ,           গৌরাঙ্গেতে অনুরাগ,
তিন প্রভু একই পীরিতি ॥৬ 
শ্রীগুরু করুণাসিন্ধু,          পতিত জনার বন্ধু,
পরম দয়ালু অবতার।
 নয়নে অঞ্জন দিলা,            হৃদে জ্ঞান প্রকাশিলা,
বন্দোঁ আমি চরণ তাঁহার ॥৭ 
শ্ৰীবৈষ্ণবের পদধূলি,          লইনু মস্তকে তুলি,
সবে মােরে করােহ করুণা।
 তােমা সভার কৃপা হৈতে,       পরানন্দ হয় চিতে,
 মনের সর্ব ঘুচে দুর্বাসনা ॥৮
শ্রীবসু-জাহ্নবা পায়,     পুটাঞ্জলি নম্রকায়,
প্রণাম করিএ পুনঃপুনঃ। 
শ্ৰীবসু-নন্দন বীর,            সর্বকলা-রসধীর,
তার পদ মস্তক-ভূষণ ॥৯

তথাহি—
নমঃ শ্রীনিত্যানন্দায় জাহ্নবী-পতয়ে নমঃ।
নমঃ কৃষ্ণস্বরূপায় নমাম্যনঙ্গমঞ্জরীম্ ॥১০ 
বসুধাজাহ্নবীকান্তং শ্রীনিত্যানন্দমীশ্বরম্। 
অনঙ্গমঞ্জরী-রূপমবধৌতং নমাম্যহম্ ॥১১

ইষ্টদেব নিত্যানন্দ,         কেবল আনন্দকন্দ,
সেই তনু অনঙ্গমঞ্জরী। 
(শ্রী)রাধার অনুজা যেই,      বলরাম-শক্তি সেই,
গুরুরূপে হন অধিকারী।।১২
সে ধনী সভার পর,           অনঙ্গ-অম্বুজে ঘর,
সর্বভক্তি-দাতা শিয়ােমণি। 
তাহার অনুগা হৈলে,         রাধাকৃষ্ণ-প্রেম মিলে,
অনায়াসে সর্বতত্ত্ব জানি॥১৩

'তথাহি ভজনচন্দ্রিকায়—
কৃষ্ণস্য রাধিকাশক্তিঃ রামস্যানঙ্গমঞ্জরী। 
এতাবদ্ জ্ঞেয়তা যত্র তত্র তিষ্ঠতু মে মনঃ।।১৪

শ্রীরাধা কৃষ্ণের শক্তি,       শাস্ত্ৰদ্বারে কৈল ভক্তি,
রামশক্তি অনঙ্গমঞ্জরী।
কায়মনােবাক্য ধরি,          ভজ তারে দৃঢ় করি,
যদি চাহ কিশাের-কিশােরী ॥১৫ 
এসব সাধন ভাই,              নিতাই-প্রসাদে পাই,
জাহ্নবা-চরণে কর রতি। 
দেখি শুনি নাহি ভুলি,         অন্য পথে নাহি চলি,
নিজ মতে চাহিয়ে পীরিতি।। ১৬ 

তথাহি শ্ৰীধরণী-শেষ-সংবাদে,—
গােলােকে দ্বিভুজঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ। 
তৎপ্রকাশস্বরূপােঽয়ং দ্বিতীয়াে দেহরূপকঃ ॥ ১৭ ইতি

রাধাকৃষ্ণ বলরাম,             ঐক্যবস্তু ঐক্যধাম,
ঐশ্বৰ্য-মাধুৰ্য্য-প্রেমময়। 
ইহাতে না কর আন,          মুর্তিভেদে তিন নাম,
শাস্ত্রমতে জানিহ নিশ্চয় ॥১৮ 
অতএব কহি সার,              শক্তিতত্ত্ব সুবিচার,
. শ্রীকৃষ্ণস্বরূপ নিরূপণ। 
সচ্চিৎ আনন্দময়,               কৃষ্ণের স্বরূপ হয়,
ত্রয়ী শক্তি যাতে প্রকটন ॥১৯ 
সৎপদে বলিএ নিত্য,            এই সে পরম তত্ত্ব,
বলদেব করি যারে জানি। 
চিৎজ্ঞান পূর্ণতত্ত্ব,             বিশুদ্ধেতে পরিণত,
সেই তত্ত্ব কৃষ্ণকে বাখানি।। 
NEXT>>>

© 

Gaudiya scripture এ প্রকাশিত সমস্ত রচনা লেখকের স্বত্বাধিকার ভুক্ত। ভক্তদের পড়ার জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখান থেকে কপি করবেন না।