Adhivas Kirtan

Adhivas Kirtan

অধিবাস কীর্তন



নানাদ্ৰব্য আয়ােজন , করি করে নিমন্ত্রণ , 

কৃপা করি কর আগমন । 

তােমরা বৈষ্ণবগণ , মাের এই নিবেদন , 

দৃষ্টি করি কর সমাপন ॥ 

করি এত নিবেদন , আনিল মােহান্তগণ , 

কীর্তনের করে অধিবাস । 

অনেক ভাগ্যের ফলে , বৈষ্ণব আসিয়া মিলে ,

  কালি হবে মহােৎসববিলাস ॥ 

শ্রীকৃষ্ণের লীলাগান , করিবেন আস্বাদন , 

পূরিবে সবার অভিলাষ । 

শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্র , সকল ভকতবৃন্দ , 

গুণ গায় বৃন্দাবন দাস ॥

আগে রম্ভা আরােপণ , পূর্ণঘট স্থাপন , 

আম্রপল্লব সারি সারি । 

দ্বিজ বেদধ্বনি পড়ে , নারীগণ জয়কারে , 

আর সবে বলে হরি হরি ॥ 

দধি ঘৃত মঙ্গল , করি সবে উতরােল , 

করিয়া আনন্দ পরকাশ । 

আনিয়া বৈষ্ণবগণ , দিয়া মালাচন্দন , 

কীর্তন মঙ্গল অধিবাস ॥ 

সবার আনন্দমন , বৈষ্ণবের আগমন , 

কালি হবে চৈতন্যকীর্তন । 

শ্রীকৃষ্ণচৈতন্য নাম , শ্রীনিত্যানন্দ ধাম , 

গুণ গায় দাস বৃন্দাবন ॥

 অধিবাস করার নিয়ম 

জন্মাষ্টমী অধিবাস বিধি



স্নানযাত্রা অধিবাস বিধি

 


অধিবাস মন্ত্র