Vishnu sahasra nam by Baladev vidyabhushan

Vishnu sahasra nam by Baladev vidyabhushan



শ্রীবিষ্ণু সহস্রনাম মূল বলদেব বিদ্যাভূষণ ভাষ্য ভক্তিবিনোদঠাকুর কৃত অনুবাদ 









শ্রীবিষ্ণুসহস্রনাম মূল শ্লোক বলদেব বিদ্যাভূষণ কৃত নামার্থসুধা  মূল সংস্কৃত ও ভক্তিবিনোদ ঠাকুর কৃত অনুবাদ 

নামার্থসুধা - বলদেব বিদ্যাভূষণ কৃত বিষ্ণুসহস্রনাম ভাষ্য গ্রন্থ পরিচিতি 


মহাভারতের অনুশাসন পর্বে ১৪৯ তম অধ্যায়ে ১৪৬ টি শ্লোকে বিষ্ণুসহস্রনাম বর্ণিত হয়েছে । ঋষি বৈশম্পায়ন জনমেজয়ের কাছে যুধিষ্ঠির ও ভীষ্মের সংবাদ বৰ্ণন করতে গিয়ে এই বিষ্ণুসহস্রনাম কীৰ্তন করেছেন । বক্তা ভীষ্মদেব আর শ্রোতা যুধিষ্ঠির । কথিত আছে যে তত্ত্ব - সম্প্রদায়ের আচার্যগণ ( শঙ্কর , রামানুজাদি ) শ্রীভগবদগীতা ও বিষ্ণুসহস্রনাম থেকে নিজ নিজ মত সমর্থন করিতে না পারিলে সম্প্রদায়ের তাত্ত্বিকতা স্থাপন করিতে পারেন না ; তারজন্য শঙ্করাচার্য্য থেকে আরম্ভ করে সকল আচার্য্যই এই দুই গ্রন্থের ভাষ্য রচনা করিয়াছেন । গৌড়ীয় বেদান্তাচার্য্য শ্ৰীমদ বিদ্যাভূষণও সহস্রনামের ভাষারূপে এই নামাৰ্থসুধা প্রণয়ন করেছেন । ১-১৩ শ্লোকে অবতরণিকা 

১৪ – ১১ শ্লোকে সহস্রনাম এবং 

১২১- ১৪২ শ্লোকে ফলশ্রুতি । 

কোনও কোনও নাম পুনরাবৃত্ত হলেও এই ভাষ্যে ঐ ঐ নাম বিভিন্নার্থে । ব্যবহৃত হইয়াছে । ভাষ্যটি অতি প্রাঞ্জল । এই সংস্করণ টিতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃত বাংলা অনুবাদ আছে।


সংস্করণ



বলদেব বিদ্যাভূষণের অন্যান্য গ্রন্থাবলী
১) ব্রহ্মসূত্র গোবিন্দভাষ্য 

২) গীতাভাষ্য 

৩) বিষ্ণুসহস্রনাম ভাষ্য 

৪) শ্রীমদ্ভাগবত ভাষ্য বৈষ্ণবানন্দিনী

৫) তত্ত্বসন্দর্ভ টীকা

৬)  ভাগবতামৃতের টীকা, 

স্তবমালার টীকা,

শ্ৰীগােপালতাপনী

সিদ্ধান্তরত্ন, 

সিদ্ধান্তদর্পণ, 

বেদান্ত স্যমন্তক, 

প্রমেয়রত্নাবলী, 

শ্যামানন্দ-শতকের টীকা,

নাটকচন্দ্রিকার টীকা (দুষ্প্রাপ্য), 

সাহিত্যকৌমুদী, 

ছন্দঃকৌস্তভ, 

কাব্যকৌস্তভ, 

ঐশর্যকাদম্বিনী