Mahesh Jagannath temple

Mahesh Jagannath temple

মাহেশ জগন্নাথ মন্দির

মাহেশ ধ্রুবানন্দ ব্রহ্মচারীর ও তার শিষ্য কমলাকর পিপ্পলাই এর শ্রীপাট। এটি হুগলী জেলার শ্রীরামপুরে অবস্থিত। হাওড়া বর্ধমান মেন লাইনে শ্রীরামপুর স্টেশন আছে সেখান থেকে এই শ্রীপাট কি.মি দূরে।

ধ্রুবানন্দ ব্রহ্মচারী
একবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীধামে যাত্রা করেন। জগন্নাথ দেবকে দর্শন করে তার  ইচ্ছা হয় নিজহাতে ভোগরান্না করে জগন্নাথদেবের সেবা করতে। কিন্তু পুরীর পান্ডাগণ তাকে অনুমতি না দিলে তিনি খুব মনোকষ্টে ছিলেন। তখন জগন্নাথদেব তাকে রাতে স্বপ্ন দিলেন ধ্রুবানন্দ তুমি মাহেশ গ্রামে যাও। সেখানে আমার দর্শন পাবে। তখন মনোমত সেবা স্থাপন করে সুখী হবে। জগন্নাথ দেবের আদেশ পেয়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে এসে উপস্থিত হলেন। জগন্নাথদেবের নির্দেশ মতো একদিন নদীতে নিমকাঠের দারু ভেসে আসে। তার পরদিন স্বপ্নাদেশ পেয়ে এক সূত্রধর আসে ও জগন্নাথ বিগ্রহ নির্মাণ করেন। পরে বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ নির্মাণ করা হয়। পরবর্তী কালে ধ্রুবানন্দ ব্রহ্মচারী তার শিষ্য কমলাকর পিপ্পলাই কে সেবার ভার দিয়ে বৃন্দাবনে চলে যান। (শ্রীল প্রভুপাদ কৃত শ্রীচৈতন্যচরিতামৃত ১১/২৪ তাৎপর্য্য)
কমলাকর পিপ্পলাই
কমলাকর পিপ্পলাই ছিলেন নিত্যানন্দ প্রভুর শাখা ও দ্বাদশ গোপালের অন্যতম মহাবল গোপাল।
গৌরগণোদ্দেশ দীপিকায়— কমলাকরঃ পিপ্পলাই নাম্নাসীদেবষামহাবলঃ। ১২৮
তার জন্ম সুন্দরবনের কাছে খালিজুলি গ্রাম। 
কমলাকর পিপ্পলাই অলৌকিক রীত।
অলৌকিক প্রেম তার জগতে বিদিত।। চৈ.চ আদি/১১/২৪ 


জগন্নাথ মন্দির 
মন্দিরের সামনে একটি বড় নাটমন্দির আছে। গর্ভগৃহে ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ, রাধা কৃষ্ণ ও কয়েক মূর্তি শালগ্রাম আছেন। 
মন্দিরের সামনে কমলাকর পিপ্পলাই এর স্মৃতি সমাধি আছে। মন্দিরের পাশেই জগন্নাথের স্নানবেদী। প্রাচীন মন্দির টি আগে গঙ্গার ধারে ছিল। গঙ্গার ভাঙ্গনে সেটি নষ্ট হলে ১৭৫৫ সালে নতুন মন্দির নির্মিত হয়। 
রাস্তার পাশে সুদৃশ্য জগন্নাথ দেবের রথ দর্শনীয়।জগন্নাথ দেবের আগে কাঠের রথ ছিল সেটিতে আগুন লেগে যাওয়ায় একটি সুন্দর লোহার রথ পরে নির্মাণ করা হয়েছে। রথযাত্রার সময় এখানে বড় মেলা হয়।




The Chariot of Jagannath Dev

Sri Chaitanya Mahaprabhu at jagannath ghat 

Jaganath Ghat, Mahesh 





কিভাবে যাবেন:-
হাওড়া ব্যান্ডেল/বর্ধমান রেলপথে শ্রীরামপুর স্টেশনে এসে এই শ্রীপাটে যাওয়া যায়। শ্রীরামপুর স্টেশন থেকে নিয়মিত মাহেশ পর্যন্ত বাস ও অটো যায়। বাগবাজার থেকে 3 no বাসে মাহেশ এ আসা যায়। 

নিকটবর্তী অন্যান্য দর্শনীয় স্থান 

Google Map Direction