Narottam das thakur granthavali

Narottam das thakur granthavali


 নরোত্তম দাস ঠাকুরের গ্রন্থাবলী

প্রেমভক্তিচন্দ্রিকা ও প্রার্থনার‌ পদ ছাড়াও শ্রীনরোত্তম দাস ঠাকুরের আরো অনেকগুলি রচনার নাম পাওয়া যায়। 

ঠাকুর শ্রীনরোত্তমের রচনা বিষয়ে বল্লভ দাসের বর্ণন—



নরে নরোত্তম ধন্য               গ্রন্থাকার অগ্রগণ্য               

              অগণ্য পূণ্যের একাধার ।

সাধনে সাধক শ্রেষ্ঠ              দয়াতে অতি গরিষ্ঠ             

            ইষ্ট প্রতি ভক্তি চমৎকার ।।

চন্দ্রিকা পঞ্চম সার               তিনমণি সারাৎসার              

            গুরুশিষ্য সংবাদ পটল ।

ত্রিভুবনে অনুপাম                প্রার্থনা গ্রন্থের নাম               

              হাট পত্তন মধুর কেবল ।।

রচিলা অসংখ্য পদ              হৈয়া ভাবে গদগদ               

                 কবিত্বের সম্পদ সে সব ।

যেবা শুনে যেবা পড়ে           যেবা তা গান করে               

               সেই জানে পদের গৌরব ।।



চন্দ্রিকা পঞ্চম অর্থাৎ প্রেমভক্তিচন্দ্রিকা,সিদ্ধ প্রেমভক্তিচন্দ্রিকা,সাধ্যপ্রেমভক্তিচন্দ্রিকা,সাধন ভক্তিচন্দ্রিকা ও চমৎকার চন্দ্রিকা । তিনমণি অর্থাৎ সূর্য্যমণি,চন্দ্রমণি ও প্রেমভক্তিচিন্তামণি, গুরু শিষ্য সংবাদ ও উপাসনা পটল ।


এই দুষ্প্রাপ্য গ্রন্থ গুলি gaudiya scripture project দ্বারা প্রকাশিত হল। নিচে দেওয়া লিঙ্ক থেকে গ্রন্থ গুলি পড়তে পারবেন। 

দাসাভাস 

অর্জুনসখা দাস 


সূচীপত্র 

প্রেমভক্তিচন্দ্রিকা


শ্রীকুঞ্জবর্ণন


শ্রীশ্রী হাটপত্তন


শ্রীনিবাসাচার্য্যষ্টকম


সাধ্যপ্রেমচন্দ্রিকা


সাধনচন্দ্রিক


নামচিন্তামণি


স্মরণমঙ্গল



Gaudiya scripture এ প্রকাশিত সমস্ত লেখা লেখকের স্বত্বাধিকার ভুক্ত ভক্ত দের পড়ার জন্য দেওয়া হয়েছে। অনুগ্রহ করে কপি করবেননা।